একটি সমাজ, একটি শহর, এক নারীর কান্না—সবকিছু মিলেমিশে গড়ে উঠেছে “নিষিদ্ধ গোধূলি”-র গল্প। নাজিয়া, এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে। তার চোখে ছিলো স্বপ্ন, মনে ছিলো ভালোবাসা আর আস্থার আলো। কিন্তু এক অন্ধকার রাত সবকিছু ছিন্নভিন্ন করে দেয়। ধর্ষণের নির্মম শিকার হওয়ার পর সমাজের রুদ্ধদ্বার, মানুষদের মুখোশ, এবং নিজের ভেতরের ভাঙন—সবকিছুর বিরুদ্ধে লড়াই শুরু করে সে। এই উপন্যাস শুধু একটি নারীর গল্প নয়; এটি প্রতিটি নীরব আর্তনাদের, প্রতিটি ভাঙা অথচ জেগে ওঠা আত্মার প্রতিচ্ছবি। নাজিয়ার আত্মনির্মাণ, বিচার পাওয়ার লড়াই এবং নতুনভাবে বেঁচে ওঠার যাত্রা পাঠককে নাড়িয়ে দেবে। "নিষিদ্ধ গোধূলি" সাহসী, বাস্তব, এবং অসাধারণভাবে মানবিক এক কাহিনি—যা বলবে, গোধূলির আলো যতই নিষিদ্ধ হোক, নতুন সূর্যের জন্ম তার বুকেই।