গম্ভীর সৌজন্য প্রেমে পড়েছে অষ্টাদশীর। কথাবার্তা, চালচলনে বাধ্য হয়েছে তাকে ভালোবাসতে। অষ্টাদশীও যে মন দিয়ে বসেছে তাকে বহু দিন আগেই। কিন্তু সমস্ত অভিমান, পারিবারিক দ্বন্দ্ব মিটিয়ে যখনই তারা একটুখানি কাছে আসলো, তাদের সুন্দর দুষ্টুমিষ্টি সম্পর্কে ছায়া পড়লো তখন অবিশ্বাসের। তৈরি হলো আবারও অভিমানের দেয়াল। সৌজন্য আর কিরণের সম্পর্কের মধ্যে থাকা সকল জটিলতা, অভিযোগ, দ্বন্দ্ব আর অভিমানের দেয়াল ভেঙে আবারও কাছে আসবে কি তারা?
"রাগে অনুরাগের সিক্ত কাব্য ই-বুক টা একটা সম্পর্কের রাগ, অভিমান, অনুরাগ আর অদ্ভুত ভালোবাসা সবকিছুর মিশেলে গড়া এক নরম, কাব্যিক গল্প। আফরোজা আখির লেখায় আছে আবেগের টানাপোড়েন, চরিত্রের গভীরতা, আর জীবনের এক অনবদ্য প্রতিচ্ছবি। যেখানে রাগ ক্ষণিক, কিন্তু ভালোবাসা দীর্ঘস্থায়ী। যেখানে ভুল রাগে মাঝেও ভালোবাসা মাথা উঁচু করে দাঁড়ায়। লেখিকার আগেও অনেক গল্প পড়েছি, কিন্তু একেকটা গল্প, একেকরকমভাবে মনে দাগ কেটে যায়। প্রতিবারই মনে হয় এটাই সবচেয়ে ভালো, তারপর আবার নতুন গল্প আসে। আপু দোয়া, ভালোবাসা ও শুভেচ্ছা রইল। 💙🫶"
প্রথম ই-বুক হিসেবে এটা অস্বাভাবিক সুন্দর ছিল। এই ইবুকটিতে রাগ-ভালোবাসা, অভিমান-যত্ন, দায়িত্ব— সব'ই খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। সৌজন্যের গম্ভীরতা, কিরণের চঞ্চলতা সবকিছুই খুব ভালো লেগেছে আমার। সবশেষে ছোট্ট সোহার কথাগুলোও খুব মিষ্টি ছিল। ইশশ কিসব মুহুর্তে মেয়েটা এন্ট্রি মারত😂! এই জুটিটা আমার পছন্দের হয়ে থাকবে। আর সৌজন্য যেখানে আছে, সেহুতু সেখানে আমিও আছি।🙈 ভালোবাসা নিও প্রিয় আঁখিপু।❤️
Read all reviews on the Boitoi app
#রিভিউ★ #রাগে_অনুরাগে_সিক্ত_কাব্য আঁখিপু গো শুরুতেই তোমাকে ১০০টা চুম্মা এত কিউট একটা কাজিন রিলেটেড ই-বুক গিফট করার জন্য ইশ এত্ত সুন্দর না পড়লে জানতাই না। ভাবছিলাম এখন পড়বো না কিন্তু গল্পের রিভিউ দেখে না পড়ে পারলাম না অবশেষে পড়েই ফেললাম আপু। এত্ত কিউট একটা গল্প ইশ। আমার পড়া বেস্ট কাজিন রিলেটেড গল্পের মধ্যে তোমার লিখা এই গল্পও এড হয়ে গেলো🥹🤍 গল্পের প্রত্যেকটা চরিত্র প্রত্যেকটা কাহিনি প্রত্যেকটা নাম এত সুন্দর বিশেষ করে নাম গুলো এত ইউনিক আমার এত ভালো লেগেছে কি বলবো আপু। গল্প থেকেও গল্পের প্রত্যেকটা চরিত্রের নাম আমায় মুগ্ধ করেছে আপু।🤍🕊️ গল্পের কাহিনিটা একদব বাস্তবিক কাহিনি সৌজন্য তার জায়গা থেকে ঠিক ছিলো কোনো ভাইই পারবে না বোনের এরকম ছন্নছাড়া একটা লাইফ দেখতে তাই হয়তো সৌজন্য এরকম ব্যাবহার প্রথমে খারাপ লাগলেও পরবর্তীতে এই প্লটটা বেশ লেগেছে আপু আর এই উদ্যোগেই মাহিন-সামিয়ার আবারও সুন্দর একটা সংসার হয়েছে। যাই বলি কম হবে গল্পটা একেবারে সাধারণ বাস্তবতার দিক দিয়ে কিন্তু এই সাধারণ গল্পের মধ্যেই অসাধারণ সৌন্দর্য বিরাজ করেছে তা আমি প্রতিটি পদে পদে বুঝেছি বাস্তবতার সাথে এক চিমটি কল্পনার ছোঁয়া সব মিলিয়ে একটা মনোমুগ্ধকর দৃশ্য🤍✨ গিফট পেয়ে যতটা না খুশি হয়েছিলাম গল্প পরে সেই খুশিটা অনুভব করছি দিগুন হারে উফ এত কিউট🫶 তোমার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো আপু তোমার লেখালেখির যাত্রা আরও দীর্ঘ হোক……✍️ (তোমার মেঘ'পাখির কাছ থেকে এইটুকুই আঁখিপু মানিয়ে নিও)★★★
প্রিয় আঁখিপু তোমার লেখা প্রতিটা গল্পই আমি পড়ি। তোমার লেখা গল্পগুলো অনেক সুন্দর হয়। "রাগে অনুরাগে সিক্ত কাব্য" পড়ে মনে হয়েছে ক্ষুদ্র রাগের মাঝে লুকিয়ে থাকা ভালোবাসার এক অদ্ভুত মিশ্রণ। এই গল্পটা অসাধারণ। এত সুন্দর সহজ ভাষা গল্পটা তুলে ধরা হয়েছে, যা আমার কাছে দারুণ লেগেছে। রাগে আরালে যে ভালোবাসা লুকিয়ে থাকে "রাগে অনুরাগে সিক্ত কাব্য না পড়লে বুঝতে পারতাম না। গল্পটা আমার কাছে খুব সুন্দর লাগল।
রাগে অনুরাগের সিক্ত কাব্য ই-বুক টা একটা সম্পর্কের রাগ, অভিমান, অনুরাগ আর অদ্ভুত ভালোবাসা সবকিছুর মিশেলে গড়া এক নরম, কাব্যিক গল্প। আফরোজা আখির লেখায় আছে আবেগের টানাপোড়েন, চরিত্রের গভীরতা, আর জীবনের এক অনবদ্য প্রতিচ্ছবি। যেখানে রাগ ক্ষণিক, কিন্তু ভালোবাসা দীর্ঘস্থায়ী। যেখানে ভুল রাগে মাঝেও ভালোবাসা মাথা উঁচু করে দাঁড়ায়। লেখিকার আগেও অনেক গল্প পড়েছি, কিন্তু একেকটা গল্প, একেকরকমভাবে মনে দাগ কেটে যায়। প্রতিবারই মনে হয় এটাই সবচেয়ে ভালো, তারপর আবার নতুন গল্প আসে। আপু দোয়া, ভালোবাসা ও শুভেচ্ছা রইল। 💙🫶
পুরো গল্পটাই অনেক সুন্দর কিরন আর তার মাস্টার মশাই এর প্রেম টা সুন্দর আর টিচার এর ভয়ে ছাত্রী পড়তে বসে এই জিনিস টা কিউট মাহিন সামিয়া জুটিও সুন্দর সব মিলিয়ে এক কথায় অনেক সুন্দর 💗💯
অসাধারণ গল্প। কিরণ & সৌজন্য জুটির পাশাপাশি মাহিন- সামিয়ার জুটিও আমার খুব পছন্দের। শেষ পর্বে খুব আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম, সৌজন্যের প্রতি রাগও হয়েছে তবে সবশেষে সৌজন্যের প্রতি এত্ত এত্তো ভালোবাসা❤️ "ভালোবাসা মানেই সুখ নয় – কখনো কষ্ট, কখনো রাগ কখনো অপূর্ণতা।" এই লাইনটা আমার প্রিয়৷ আঁখিপু দারুন লিখেছো। শুভকামনা রইল। এরকম আরও সুন্দর সুন্দর ইবুক আমাদের উপহার দিও❤️
অনেক সুন্দর হয়েছে। তোমাকে অনেক অনেক অভিনন্দন। 🌺🤍🥰
আমি জানি তুমি ফুলের মতোই নিষ্পাপ। তোমার হৃদয় জুড়ে শুধু আমার বসবাস। ❤️🥰 এই লাইনটা অনেক সুন্দর ছিলো। পুরো গল্পটাই অসাধারণ কিরণের বাচ্চামি ভালো লেগেছে।গম্ভীর সৌজন্যকে আমার মনে ধরেছে। শুভকামনা আখিপ্পা 😘।
অসম্ভব সুন্দর হয়েছে,দেওয়া মাত্রই কিনে নিয়েছিলাম।মাঝখানে গিয়ে সৌজন্যের উপরে আমার অনেক রাগ হচ্ছিলো সাথে ইমোশনাল হয়ে গেছিলাম 🥺 সৌজন্য আর কিরণ যখন বেলকনিতে এসে কথা বলল এই জায়গাটায় এসে কেন জানিনা খারাপ লেগেছে। এন্ডিংটা ভালো সুন্দর ছিলো ধন্যবাদ ❤️🥰।