নেতা সবাই হতে চায়। কিন্তু গেম চেঞ্জার হতে গেলে চাই অন্য রকম মানসিকতা। সেথ গডিন তার বই “লিডার: দ্য গেম চেঞ্জার”-এ বলছেন, আসল নেতা সেই, যে ঝুঁকি নিতে জানে, প্রশ্ন তোলে, নিয়ম ভাঙে—আর বদলে দেয় খেলার ধারা। "রাজা হওয়া ভালো" অধ্যায়ে আছে এক তীক্ষ্ণ মেসেজ—নেতৃত্ব মানে শুধু উপরে থাকা নয়, বরং এমন কিছু করা যাতে অন্যরাও উঠে আসে উপরে। ওয়াহিদ তুষারের অনুবাদে বইটি হয়ে উঠেছে প্রাসঙ্গিক, সহজবোধ্য এবং ভাবনার খোরাক। যারা নিজের ভেতরের লিডারকে জাগাতে চান, তাদের জন্য এটা মাস্ট রিড। আপনার চিন্তার দুনিয়ায় একটা শিফট আনতে চান? এই বইটা হতে পারে সেই শুরু।