লে. জে. (অব.) কামাল মতিন উদ্দিন রচিত “ট্র্যাজেডি অফ এররস: পূর্ব পাকিস্তান সংকট ১৯৬৮-১৯৭১” বইটি পূর্ব পাকিস্তানের রাজনৈতিক সংকট, সামরিক শাসনের নির্যাতন, সামাজিক বৈষম্য এবং কেন্দ্রীয় সরকারের ভুল নীতিমালার বিশ্লেষণ তুলে ধরেছে। লেখক বইটিতে ১৯৬৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত সময়কে কেন্দ্র করে পূর্ব পাকিস্তানে ঘটে যাওয়া রাজনৈতিক অস্থিরতা, বাঙালি জনগণের সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরোধ এবং সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের ভুল সিদ্ধান্তসমূহ তুলে ধরেছেন। বইটির মূল উপজীব্য হলো—কীভাবে সেই সময়কার রাজনৈতিক বিভ্রান্তি, দৃষ্টিভঙ্গির পার্থক্য এবং রাষ্ট্রীয় কাঠামোর দুর্বলতা ধীরে ধীরে একটি ভয়াবহ সংঘর্ষের দিকে এগিয়ে যায়, যার চূড়ান্ত পরিণতি ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা। এটি ইতিহাস, রাজনীতি ও সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ গবেষণাগ্রন্থ, যা বাঙালি জাতির আত্মত্যাগ এবং স্বাধীনতার সংগ্রামের পটভূমি বিশ্লেষণে সহায়ক।