সিনেমায় নায়ক নায়িকা যেভাবে লিফটের মধ্যে আটকে যায়, এখন যদি আমিও আমার এই নব্য ফাইন্যান্স টিচারের সাথে বন্দী হয়ে পড়ি। তাহলে ব্যাপারটা কেমন হবে? ভাবনা পুরোপুরি শেষ হওয়ার আগেই লিফট তিন তলায় এসে থামলো। জুতোয় শব্দ তুলে মহামান্য আগুন চৌধুরী লিফট ছেড়ে বেরিয়ে গেল। আমিও দ্রুত পায়ে হাঁটতে লাগলাম; যথাসময়ে ক্লাসে ঢুকতে হবে। কিন্তু একটা জিনিস ভাবতেই অবাক লাগছে, আমার চেয়ে তিন বছরের ছোটো এই বাঁদর ছেলের পিছনে আমাকে দৌড়ঝাঁপ করতে হচ্ছে। তার ক্লাস না আবার মিস হয়ে যায়—এই ভয়ে বুকের ভেতর ঢিপঢিপও করছে। কী দিনকাল পড়লো হায়! নিজের মামাতো ভাইয়ের পিছনে ছুটে ছুটেই মানসম্মান আমার যায় যায়।