ইসলামপন্থি হিসেবে হরদম যেসব প্রশ্নের মোকাবেলা করতে হয়, নানাজন নানাভাবে সেসবের জবাব দিয়ে থাকেন। কিন্তু এআই রেভুলুশনের যুগে জিজ্ঞাসাগুলো শুধু মানুষ ও মানববুদ্ধির মধ্যেই কেন সীমাবদ্ধ থাকবে! একটা ইসলামপন্থি এআই এসবের জবাব কীভাবে দিতে পারে, বিশেষ করে যখন এআইকে সবসময় একটা 'সুশীল উচ্চারণ' (সর্বগ্রহণযোগ্যতা অর্থে) মেইনটেইন করতে হয়? যেসব অবস্থান গ্রহণের কারণে কাউকে 'উগ্রবাদী' বলা হয়, এআই সেসবের সাফাই কীভাবে পেশ করে? এই সাক্ষাৎকারে আমরা সেটাই দেখতে চেয়েছি।