"তুমি কে?" "আমি মিলি।" "মিলি কে… মিলি… তুমি মিলি?" চমকে উঠে মাহফুজ। বউয়ের একটা ছবি সে দেখেছিল পাসপোর্ট সাইজের—জামা পরা, কপালের মাঝ বরাবর সিঁথি করে খোঁপা করা, ঠোঁটে গাঢ় লিপস্টিক, আর চোখে মোটা কাজল। গোলগাল মুখের সেই ছবিটা দেখে তার মনে হয়েছিল, মেয়েটাকে জোর করে এমন সাজে ছবি তোলা হয়েছে। এই বিয়েটা মাহফুজ কখনোই মন থেকে মেনে নেবে না বলে প্রতিজ্ঞা করেছিল, আর এখন এই রাত্তিরে কামিজ পরা, বাচ্চা বাচ্চা চেহারার বউটার মুখ দেখে সেই প্রতিজ্ঞা যেন আরও জোরালো হলো। ছবিতে দেখা মুখটার একেবারে বিপরীত এই কিশোরী। কচি এই মুখ দেখে মনে হচ্ছে, সদ্য বয়ঃসন্ধিতে পা রাখা একটা মেয়ে যেন তার বউ! বাসরঘরে ঢুকে এখন ইচ্ছে করছে পা ছড়িয়ে কাঁদতে। আব্বা বলেছে সকালে এই মেয়েকে নিয়ে পালাতে? মাহফুজ ঠিক করে নেয়, সকালে কী করতে হবে, সেটা ভাবার আগে দরকার একটা ভালো ঘুম। কিন্তু এই বিছানায় তার পাশে এই মেয়েটিকে নিয়ে ইচ্ছা করলেও আরাম করে ঘুমানো অসম্ভব।
প্রাপ্তবয়স্ক মাহফুজ আর বালিকা বধূ মিলির পথ চলার কাহিনী ভালোই লেগেছে। মিলির চঞ্জলতা ও দুরন্তপনা ওর বয়সের সাথে মানাসই ছিল, তবে মাহফুজের ভালোবাসায় অনেক কমতি ছিল। মাহফুজের উচিৎ ছিল মিলির ভুলগুলো আদর যত্ন আর ভালোবাসার মাধ্যমে ঠিক করা কিন্তু রগচটা বেটা খালি শাসনই করে গেল। অসম বয়সি এই জুটিকে ভালো খারাপ দুটোই লেগেছে।
Read all reviews on the Boitoi app
ভীষণ ভালো লেগেছে গল্পটি পড়ে.....❤
ছেলে কে নিয়ে ছেলে মানুষী করে ঐটা আরেকটি জানতে ইচ্ছে করছে🌻
আপু তোমার নতুন ই-বুক রোদের উঠান পড়ে শেষ করলাম।চমৎকার লিখেছো আপু।ই-বুকের প্রচ্ছদ টাও দারুণ হয়েছে।মাহফুজ মিলির দুষ্টুমিষ্টি প্রেমকাহিনি টাও সুন্দর।অপরিপক্ক মিলির বোকাসোকা আচরণ আর মাহফুজের প্রথমে মেনে না নেওয়া পরে আবার সেই কিশোরী মেয়ে কে ভালোবেসে আগলে রাখা। এক কথায় লেখা টা আমার খুব ভালো লেগেছে আপু।মনে হচ্ছে একটু তাড়াতাড়ি ইতি টেনে ফেলেছো।লেখাটা আরেকটু বড় হলে অপরিপক্ক মিলির পাগলামি শেষে পরিপক্ক মিলি কি পাগলামি করতো আর মাহফুজ কিভাবে সেগুলো সহ্য করতো জানতে পারতাম। তবুও বলবো ভালো লিখেছেো আপু।তাড়াতাড়ি নতুন ই-বুক চাই আপু। অপেক্ষায় থাকলাম।আল্লাহ তোমার শরীর সুস্থ রাখুক। শুভকামনা আপু 🥰🥰🥰