মিদহাদের দৃষ্টি নিবেদিতার দিকে। বৃষ্টির পানি নিবেদিতার কপাল, নাক গড়িয়ে ঠোঁটে এসে মিশে যাচ্ছে। মুগ্ধতা নিয়ে দেখছে মিদহাদ। সে বলল, "কী ভীষণ হিংসে যে হচ্ছে!" নিবেদিতা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, "কাকে?" "বৃষ্টিকে।" "কেন?" "এইযে বৃষ্টির পানি কী অবলীলায় তোমায় ছুঁয়ে দিচ্ছে। আমি তো পারছি না।" নিবেদিতা নিশ্চুপ। মিদহাদ বলল, "রেড লিপস্টিকে তোমাকে কত সুন্দর লাগছে জানো?" "কত?" "ভীষণ! তোমার ঠোঁটজোড়া সিডাকটিভ। আবেদনময়ী লাগছে তোমায়। আমার তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে। চলো বাসায় যাই।" "কেন?" "তোমাকে ভালোবাসার তৃষ্ণায় মরে যাচ্ছি। এই পিপাসা না মিটলে নিঃশেষ হয়ে যাব।" "পরে যাব।" "কোনো পরে নয়। এখনই। এই কাতর হৃদয়টাকে একটু তো সহানুভূতি দেখাও।" "না।" "এতটা কঠোর, নিষ্ঠুর হইও না, প্রাণ।" নিবেদিতা অন্যদিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসছে। মিদহাদ আকুতিভরা কণ্ঠে বলল, "প্লিজ!" নিবেদিতা কোনো জবাব দিল না। উপায়ান্তরহীন হয়ে মিদহাদ আবারও ওকে কোলে তুলে নিল। নিবেদিতা হকচকিয়ে বলল, "আরে কী করছেন?" "এখনো কিছুই করিনি। আগে তো বাসায় যাই।" "আপনি তো খুবই অসভ্য।" "বউয়ের কাছে পৃথিবীর কোনো স্বামীই বেশিক্ষণ সভ্য হয়ে থাকতে পারে না। আমিও পারলাম না। ভবিষ্যতেও কখনো পারব না। এজন্য আমি দুঃখিত, আমার প্রাণ।"
অসাধারণ এইটা যদি আপনার ফেসবুক পেইজে, নির্ণয়ের যাইগাই মিদহাদ থাকতো তাহলে পুরাই আগুন হতো ।
Read all reviews on the Boitoi app
#রিভিউ #নিবেদিতা_প্রাণ(ই-বুক) #মুন্নি_আক্তার_প্রিয়া ই-বুক এর ঘোষণা হওয়ার সাথে সাথেই আমি টাকা ঠিক করে রেখেছিলাম কিনবো বলে। আমার তো কোনো একাউন্ট নেই সেজন্য। তারপর সেই দিন অনুযায়ী নিয়ে নিলাম। একদম প্রকাশিত হওয়ার সাথে সাথে। লেখিকা আপু তখনও ঘোষণা দেয়নি। আমার জান্স আসবে আর আমি নিব না! তা কখনো হয় নাকি! গল্পটা আমার দারুনননন লাগছে। অসম্ভব সুন্দর হইছে। আমার মিদহাদ জান্সের ভালোবাসা আছে যেখানে সেটা আবার সুন্দর না হয়ে যাবে কই! এতো অসাধারণ সুন্দর। যতই পড়েছি ততই গ'লে গ'লে গেছি। এতো সুন্দর করে লিখছে মুন্নিপু! #কাহিন_বিশ্লেষণঃ গল্পটা মূলত একজন পা'গ'ল প্রেমিক এবং তার প্রাণকে নিয়ে। কেমন পা'গ'ল হলে সে নিজের শিক্ষকের পেশাটা ছেড়ে দেয় তার প্রাণ শিক্ষককে বিয়ে করবে না বলে! তারপর থেকে শুরু হয় তার ভালোবাসা।যে ভালোবাসা তার সবকিছুর ঊর্ধ্বে! কত সুন্দর করে যে নিবেদিতাকে বোঝে সে। কত ধৈর্য ধরে যে তাকে বোঝায়! এই গল্পটার মধ্যে নির্ণয় আর সুবর্ণলতাও ছিল একটু সময়ের জন্য। কিন্তু শেষের দিকে মিদহাদের জন্য আমার একটু খা'রা'প লাগছিলো। আহ! সে কেমন করে যে নিবেদিতার কাছে অনুরোধ করলো! পুরোটা জানার জন্য আপনাদের #নিবেদিতা_প্রাণ পড়তে হবে অবশ্যই। #চরিত্র_বিশ্লেষণঃ #মিদহাদঃ এতোটা অমায়িক! এতো সুন্দর আচরণ! এতো ভালো মনের মানুষসে! কি সুন্দর করে যে ভালোবাসে! এত নরম হয়ে বোঝায়! এত অসাধারণ ব্যাক্তিত্ব তার! আমি শুধু পা'গ'ল হয়ে যাই তার ব্যবহারে! এতো সুন্দর ব্যক্তিত্ব তার যে এতো কোনো মেয়ের দিকে ভু'লেও তাকায় না। তার একমাত্র বউটার জন্য। #নিবেদিতাঃ সেও ভালো। কিন্তু বুঝে কম, কথা বলে বেশি। আমার তাকে পছন্দ না। সে মিদহাদকে বিয়ে করবে কেন? 😒 মিদহাদ তো আমার! 😭🤌 #অন্যান্য_চরিত্রঃ গল্পের সব চরিত্রই আমার পছন্দের। তারা সবাই ভীষণ ভালো। সবাই সবাইকে ভীষণ আগলে রাখতে জানে। সবাই সবাইকে সবসময় ভালোবাসে।😌 #প্রিয়_লাইনগুলোঃ ১|"আমি তোমার নিকট আমার ভালোবাসা নিবেদন করছি, আমার প্রাণ।" ~~মিদহাদ! 😌 ২|"মেয়ের তো অভাব ছিল না। তবে প্রাণের অভাব ছিল। তুমি তো আমার প্রাণ। সব মেয়ে তো আর প্রাণ নয়।" ~~মিদহাদ! 🥺 ৩|"আমার নিবেদিতা প্রাণ।" ~~মিদহাদ! 🤭 ৪|"আজব তো! কাছে আসলেও দো'ষ, না আসলেও দো'ষ। ভালোবাসলেও দো'ষ না বাসলেও দো'ষ।" ~~মিদহাদ!😌 ৫|"আমার প্রাণ, তুমি ভাবলে কি করে যে মাত্র সাতদিনেই আমার ভালোবাসা শেষ হয়ে যাবে। সাতদিন কেন; সাতশো কোটি বছর তোমায় ভালোবাসলেও তোমার প্রতি আমার ভালোবাসা শেষ হবে না। আমার শেষ নিঃশ্বাস অবধি আমি তোমাকেই ভালোবেসে যাবো। তুমি যে আমার প্রাণ।" ~~মিদহাদ! 😌🫶 ৬|"আমার প্রাণ,আমার ভালোবাসা।" ~~মিদহাদ! 🥹🫶 ৭|"প্রাণের ফুলওয়ালা।" 🙊 ~~নিবেদিতা! 💝 ৮|"ওভাবে তাকিও না তো, প্রাণ। আমি প্রেমে পড়ে যাই।" 🙈 ~~মিদহাদ! 🤭 ৯|"তোমাকে ভালোবাসার তৃষ্ণায় ম'রে যাচ্ছি। এই পিপাসা না মিটলে নিঃশেষ হয়ে যাবো।" ~~মিদহাদ! 🥺 ১০|" আপনি তো ভীষন পাজী!" "ডাকবো নাকি আরেকবার কাজী!" ~~মিদহাদ, নিবেদিতা! 🤭 ১১|"তুমি আমার নিবেদিতা প্রাণ!" ~~মিদহাদ! 😌🫶 ১২|"আমার প্রাণ, আমার ভালোবাসা।" ~~মিদহাদ! 😌🫶 ১৩|"পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুলের জন্য আমার তরফ থেকে সামান্য ফুল।" ~~মিদহাদ! রেটিংঃ ৫/৫ আহানা!💝🥀
লেখিকার সব বই আমার অনেক পছন্দের উনার বই পড়লে অন্য জগতে হারিয়ে যাই, সবাই পড়বেন অনেক ভালো লাগবে পড়তে
খুব সুন্দর হয়েছে আর প্রিয়ু অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর করে লিখার জন্য 🥰🥰🥰🥰
জলের দরে ফলের রস। খুব ভালো লাগলো
আপু পড়ে রিভিউ দিব
অপেক্ষায় ছিলাম। ধন্যবাদ আপু মিদহাদের সাথে নিবেদিতাকে নিয়ে লেখার জন্য ♥️