১৯৩১ সালের ৭ মে নিউইয়র্ক শহরে দেখা গিয়েছিল সবচেয়ে উত্তেজনাপূর্ণ এক মানুষ শিকারের দৃশ্য। প্রাচীন এই শহরে এমন দৃশ্য কেউ আগে কখনও দেখেনি। কয়েক সপ্তাহ খোঁজাখুঁজির পর অবশেষে বন্দুকবাজ ক্রোলিকে আটক করে পুলিশ। খুনি ক্রোলির ধূমপান বা মদ্যপানের অভ্যাস ছিল না। সে ধরা পড়েছিল ওয়েস্ট এন্ড অ্যাভিনিউতে, তার প্রেমিকার বাসায়। প্রায় দেড় শতাধিক পুলিশ ও গোয়েন্দা তার উঁচু তলার গোপন আস্তানাটি ঘিরে ফেলে। ছাদের মধ্যে ফুটো করে তারা ‘পুলিশ খুনি’ ক্রোলিকে কাঁদানে গ্যাস ছুঁড়ে বের করার চেষ্টা করে। এরপর পুলিশ আশপাশের বাড়িগুলোতে মেশিনগান বসায়। ঠিক তার পরেই প্রায় এক ঘণ্টা ধরে নিউইয়র্কের বিলাসবহুল আবাসিক এলাকাজুড়ে শোনা যেতে থাকে পিস্তলের গুলির শব্দ এবং মেশিনগানের গর্জন। ক্রোলি মালপত্র বোঝাই একটি চেয়ারের পেছনে লুকিয়ে এক নাগাড়ে পুলিশের দিকে গুলি চালিয়ে যাচ্ছিল। প্রায় দশ হাজার উৎকণ্ঠিত মানুষ সেই লড়াই প্রত্যক্ষ করছিল। নিউইয়র্কের রাস্তায় এমন দৃশ্য আগে কখনও দেখা যায়নি।