মাইসারা তার নামের মতোই সহজ সরল এক কিশোরী। নিস্তব্ধ অরণ্যের এক ঝর্ণার ধারে ফরেস্ট হাউজ শুরু হয় তার এক অনন্য অভিযান। পাহাড়ি নিঃসঙ্গতার মাঝেও সে খুঁজে পায় প্রকৃতির নিজস্ব ছন্দময় কাব্য। ট্রি হাউজের জানালা দিয়ে তাকিয়ে থাকতে থাকতে মনে মনে নেয় এক দৃঢ় প্রতিজ্ঞা। বীজ পোঁতে সে, শুধু মাটিতে নয়—ভবিষ্যতের সম্ভাবনায়। বিলুপ্তপ্রায় গৌরব ফিরিয়ে আনতে সে বদ্ধপরিকর। কিন্তু অরণ্য শুধু শান্তি নয়, রহস্যে মোড়ানো এক অজানা জগৎও। যেদিন তার বাবাকে অপহরণ করে চোরাচালান চক্র, সেদিন থেকে মাইসারার জীবনের ধূসর পত্রপল্লবে লাগে আবিরের ছোঁয়া। নীল অরণ্যে শুধু একটা গল্প নয়, নিজের শেকড়কে খুঁজে পাওয়া ও তাকে আঁকড়ে ধরার এক নিরব সংগ্রাম। একবার পড়া শুরু করলে, আপনি আর ফিরতে পারবেন না— কারণ এই অরণ্য ডাকে, মুগ্ধ করে, বদলে দেয় নীলচে স্বপ্নরঙে…