আধুনিকতা নামক অসম মানসিকতার পরিমণ্ডলে বেড়ে ওঠা তরুণী মিমলি। যে পরিবারে দায়বদ্ধতার দেয়াল নেই। একেবারে নিজের মতো করে বেড়ে ওঠা এই বুনোপাখি জনারণ্যে নিজেকে একা আর আনকোরা দেখতে পায়। প্রভাবশালী বাবার উদাসীনতা আর মায়ের অতিমাত্রার উন্নাসিকতার মাঝে নিজের অবস্থান নিয়ে নিজেই বিভ্রান্ত বোধ করে। জীবনটাকে কোন ছকে ফেলতে পারে না। খামতিগুলো ঢাকতে প্রয়োজন হয়ে পড়ে বেপরোয়া আচরণের। তখনও জানে না এর খেসারত কতটা ভয়াবহ। সভ্য সমাজের পাতা ফাঁদগুলোতে পা রাখার সময় বুঝে উঠতে পারে না কিছুই। একদিন জনারণ্যের কিছু বাজপাখির ধারাল নখর থেকে বাঁচতে গিয়ে ভুল করে ঢুকে পড়ে কারো হৃদয়ারণ্যে। সেটিকে অভয়ারণ্য বুঝতে পারার পরও বসত গাড়ার অনুমতি পায় না। দিশেহারা বুনোপাখির ঠিকানা কোথায় কেউ জানে না। এক পোষমানা দুষ্ট বুনোপাখির গল্প নিয়ে রচিত রোমাঞ্চকর উপন্যাস।
বাকরুদ্ধ
Read all reviews on the Boitoi app
মা শা আল্লাহ চমৎকার হয়েছে।আমার বলতে চাই একটা মাস্টারপিস একটা গল্প🥰।
Eto sundor golpo...ki j valo laglo...ami majhe majhe vabi j apni eto details e kono jaigar description kivabe den!!!
মাশাআল্লাহ। এতো ভালো লেগেছে, এই বইটার মুগ্ধতার রেশ রয়ে যাবে অনেক দিন।
ফারিক আর মিমলির গল্প টুকু মন ছুঁয়ে গেলো! বিশেষ করে শেষের অংশটুকু। আপনার গল্পের জন্য সবসময় অপেক্ষা করি৷ আপনার উপন্যাস দিয়েই বই-টই এর সাথে যাত্রা শুরু হয়েছিলো। আপনার লেখা মানেই অন্যরকম ভালো লাগা (মাশা আল্লাহ)।
বই পড়ে অনুভূতি অবশ্যই ইতিবাচক।ব্যাক্তিগতভাবে আমি লেখিকার অনেক পুরোনো একজন পাঠিকা,অনলাইন এবং অফলাইনে।ওনার অধিকাংশ বই,ই-বুক,অনলাইন লিখা আমি পড়েছি সেক্ষেত্রে আমার একটি বড় অভিযেগ হচ্ছে নায়ক নায়িকা তাদের জীবনে অনেক কষ্ট করে, হারাম জীবনযাপন করে যখন হালাল সম্পর্ক হয়,বৈধ পরিণতি পায় তখনই উপন্যাস শেষ।হালাল নিয়েও তো একটু বেশি লিখা উচিত।তাতে ইতিবাচক মেসেজ আরও পাবে মানুষ।এক্ষেত্রে আমি দাবি করব তাদের হালাল জীবন নিয়েও কিছুটা লিখতে।