দুই প্রান্তের দুজন মানব-মানবী। সবকিছুতেই যাদের তীব্র অমিল, খুনসুটি ও ঝগড়া বিদ্যমান। ভার্সিটি লাইফের এই যুগলের একজনের স্বভাবে বিদ্যমান ছিল জ্বালাতন করা, রুক্ষতা এবং পজেসিভনেস। অপরজনের স্বভাবে ছিল এসবের বিরুদ্ধে প্রতিরোধ, বিরক্তি ও ক্রোধ। তবে এসবের মাঝে একটা সময় দুজনের মনে তাদের অজান্তেই জন্ম নেয় এক সুপ্ত ভালোবাসার স্ফুলিঙ্গ। তবে হঠাৎ অদূর ভবিষ্যতে গিয়ে একটি অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে দুজনের মনেই জন্ম নেয় প্রবল বিদ্বেষ ও ঘৃণা। ফলশ্রুতিতে ভাগ্য তাদের কোনো এক সময় আবারও এক করে দিলেও তাদের মনের প্রতিশোধস্পৃহা, ঘৃণা আর বিদ্বেষ তাদেরকে আলাদা করে রাখে। তবে আদৌ কী তারা একে অপরকে ঘৃণা করে শাস্তি দিতে পেরেছিল নাকি তাদের অতীতের সেই ভালোবাসার স্ফুলিঙ্গ পুনরায় জ্বলে ওঠে তীব্র ভালোবাসায় রূপান্তরিত হয়েছিল? তারা কী আদৌ মুখোমুখি হতে পেরেছিল অতীতের সেই অজানা সত্যির? অপরদিকে ভার্সিটি লাইফের আরেক যুগলের ভালোবাসার শুরুটা হয়েছিল বন্ধুত্ব দিয়ে। হাসি-খুশি, দূরন্ত, চঞ্চল ও প্রাণবন্ত দুই মানব-মানবীর কাহিনী। কৈশোর কালের আবেগ, যৌবন কালের বন্ধুত্ব থেকে অবশেষে কী তাদের হৃদয়ের গহীনে অদম্য ভালোবাসার জন্ম নিয়েছিল? যদি নিয়েও থাকে তবে কী সেই ভালোবাসা শেষ পর্যন্ত পরিণতি পেতে তাদেরকে অনেক ঝড়-ঝাপ্টা মোকাবেলা করতে হয়েছিল? আর আদৌ তাদের ভালোবাসার পরিণতি কেমন হয়েছিল? বিচ্ছেদ নাকি পরিপূর্ণতা? এই দুই যুগলের ভালোবাসার উত্থান-পতনের কাহিনী জানতে হলে পড়তে হবে "ভালোবাসার সাতকাহন"।
আপু আপনি আপনি বিশ্বাস করবেন না,,একমাত্র এই বই টা কিনার জন্য বিকাশ খুলছি,,আপনের লেখা সব গল্পই আমার পড়া এবং আপনার লেখাও আমার বরাবরই ভালো লাগে। এরিশ আর শ্বেতা আমার কাছে আলাদা এক ইমোশন। গল্পটাও অসাধারণ হইছে।❤️❤️❤️
Read all reviews on the Boitoi app
খুব সুন্দর একটি গল্প ভালোবাসার সাতকাহন। যতটা ভেবেছিলাম তার থেকে ও বেশিই ভালো লাগলো 🥰