এটি এমন একটি গ্রন্থ, যা ইহুদিদের নিকট তাওরাত অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ, অনুসরণযোগ্য এবং মান্য। কিন্তু প্রশ্ন হলো—আল্লাহ কি ‘তালমুদ’ নামে কোনো কিতাব অবতীর্ণ করেছিলেন? পয়গম্বর মূসা (আ.) কি বনী ইসরাইলকে এমন কোনো কিতাব অনুসরণ করতে বলেছিলেন? তাহলে এই তালমুদের উৎপত্তি কোথা থেকে? কিভাবে এটি তাওরাতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠল? হাজার বছর ধরে এই গ্রন্থের ভেতর কী রহস্য লুকিয়ে আছে? ইহুদিদের শঠতা, ধোঁকা, প্রতারণা, জায়নবাদের অবৈধ দখলদারত্ব, সন্ত্রাস ও মানবতাবিরোধী অপরাধগুলোর পেছনে কি এই গ্রন্থের কোনো ভূমিকা রয়েছে? এমন অনেক অজানা অধ্যায় ও চাপা পড়ে থাকা এক অন্ধকার জগৎকে আলোকিত করে তুলবে এই বইটি।