ইউনিভার্সিটি পড়ুয়া কুর্চির খুব শখ আর জে হিসেবে নাম করার। নতুন রেডিও স্টেশনে ইন্টারভিউ দিতে যাওয়ার পথে আরিয়ানের সাথে এমন এক ঘটনা ঘটল যে কুর্চি লজ্জায় আধমরা হয়ে গেল। বিপদের ওপর বিপদ, ইন্টারভিউ দিতে গিয়ে জানল, আরিয়ানের সাথেই ওকে কাজ করতে হবে। একের পর এক হাস্যরসাত্মক ঘটনার মধ্য দিয়ে ঘটনা এগিয়ে চলতে থাকে। আরিয়ানের সাথে কি কুর্চির প্রেম হবে? নাকি লুবনা ওদের মাঝে এসে পড়বে? কনে দেখা আলো— প্রবাসী আশফাক কনে দেখতে কক্সবাজারে চলে এসেছে। কিন্তু আফসানার সাথে কথা এগোবে কী, একটার পর একটা হাস্যরসাত্মক ঘটনা ঘটতে আরম্ভ করল। অবশেষে আশফাক আর আফসানা কি পরস্পরকে বিয়ে করতে সম্মত হবে?
"হালকা ফুলকা মন ভালো করে দেয়া দুটো গল্প! কুর্চি আর আরিয়ানের কথাবার্তা পড়ে বেশ কবার হো হো করে হেসে দিয়েছি। এত্তো ইন্টারেস্টিং ছিলো!!! একই কথা - আশফাক আর আফসানার জন্যেও!! মুড ভালো করতে বা ফুরফুরে মেজাজ এ পড়ার জন্যে একটা পারফেক্ট ইবুক। ভালো লাগবেই, গ্যারান্টেড। 😍"
কুর্চি পড়ে হাসতে হাসতে খাট থেকে পড়ে যাচ্ছিলাম। এত্ত মজার.... কুর্চি আর আরিয়ানের কেমিস্ট্রি, মায়েদের সাথে আরিয়ান আর কুর্চির তর্কাতর্কি খুব এঞ্জয় করেছি।। অনেকদিন পর লাইট, ফিল গুড টাইপ বই পড়লাম।
Read all reviews on the Boitoi app
এই বইটা পড়ার সময় প্লেনে ছিলাম! অপেক্ষার বোরিং সময়টুকু খুব চমৎকার ভাবে কেটে গেছে! মাঝে মাঝে নিজের মনেই হাসছিলাম! কুর্চি একটা ফুল এন্টারটেইনমেন্ট! আর আরিয়ানকে কি বলবো! সব ছেলে গুলোই মনে হয় মাঝে মাঝে এরকম বোকামি করে! লাস্টে ছাদের সিনটা আমার অনেক অনেক অনেক পছন্দের! আর কুর্চির বাবাকে অসাধারণ লেগেছে। কনে দেখা আলোয় পড়ে মনে হচ্ছিলো- আমার সাহেবের কথা! সে তো হানিমুনে কক্স'স বাজার যেয়ে- কোন হোটেলের খাবার কেমন সেই প্ল্যান করতেসিলো! আফসানা কিন্তু আমার মতোই ফেসে গেলো! অসাধারণ বই! খুব আরাম আরাম বই, মনে একটা Feel good vive রেখে যায় ❤️
নাজ আপুর বই মানেই অনেক আনন্দ।আপুর বই মনকে চাপমুক্ত করে।খুব মজা পেয়েছি।
#ইবুক_রিভিউ #কখনো_কুর্চি . কখনো কুর্চি: বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কুর্চির শখ রেডিও জকি হওয়া। নিজেকে প্রমাণ করার জন্যে সে তার বাবামাকে না জানিয়ে রেডিওতে ইন্টারভিউ দিতে বের হয়। আর আরিয়ান সেই রেডিও চ্যানেলের রেডিও জকি! নানান ঘটনা দুর্ঘটনায় কুর্চি, আরিয়ানের পরিচয় হওয়া, একসাথে কাজ করা নিয়ে চমৎকার একটা গল্প "কখনো কুর্চি"। গল্পটা দারুণ হাস্যরসাত্মক। পড়তে গিয়ে রাম গরুড়ের ছানা কোন ভাবেই হওয়া সম্ভব না। পড়ার সময় মাঝে মাঝে হাসিতে পেট গুর গুর করবে, আবার কখনো হো হো করে হেসে ওঠাও অসম্ভব না! গল্পে লুবনা, ফেসবুক ইনফ্লুয়েনসার নিরালা আকাশ ও নবীন লেখক শুচির বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সবশেষে তাবাসসুম নাজ আপার নিকট "প্রাক্তন তুই চায়া থাক!" নামে একখানা "মাস্টারপিস" লেখার অনুরোধ রইলো। 😊 ... ... কনে দেখা আলোয়: গল্পের নামেই গল্পের পরিচয়। কনে দেখা নিয়ে গল্পটা লেখা হয়েছে। আফসানা আহমেদকে দেখতে প্রবাসী আশফাক কক্সবাজারে যায়। দেখা হওয়ার পর থেকেই তারা একের পর এক বিভিন্ন রকমের ছেলেমানুষি করতে থাকে। শেষপর্যন্ত কি কনে দেখা সফল হয়? জানতে হলে চমৎকার এই গল্পটির সাথে থাকতে হবে, একেবারে শেষ অবধি।
হালকা ফুলকা মন ভালো করে দেয়া দুটো গল্প! কুর্চি আর আরিয়ানের কথাবার্তা পড়ে বেশ কবার হো হো করে হেসে দিয়েছি। এত্তো ইন্টারেস্টিং ছিলো!!! একই কথা - আশফাক আর আফসানার জন্যেও!! মুড ভালো করতে বা ফুরফুরে মেজাজ এ পড়ার জন্যে একটা পারফেক্ট ইবুক। ভালো লাগবেই, গ্যারান্টেড। 😍
Khubi chomotkar mon valo kore dea mishti duti golpo. Egulo porte boshle moner shob bishonnota, stress shob kichukhoner jonno dur hoye jay