এক হাজার টাকায় কী হয়, বলো? সাধারণ দিনে সে একশো গোলাপে হাসি আনে, বিশেষ দিনে আবার, অর্ধেকও হাতে পড়ে না মনে। মধ্যবিত্ত ঘরে কয়েক দিনের রান্নাঘর হাসে, উচ্চবিত্তের থালায় একদিনও পায় না পাশে। কিশোরের ১০-১২ দিনের ছোট্ট স্বপ্ন উড়ে যায়, যুবকের ডেটের রাতে, তাতেই বাজেট ঠায়। কখনো এক হাজার টাকা যেন ধুলোয় মিশে যায়, আবার কোনো ক্ষণ, সে-ই জীবন বদলে দিতে চায়।
এত সুন্দর, অসাধারণ! নিজের অনুভূতি কিভাবে যে প্রকাশ করবো ঠিক বুঝতে পারছিনা বাট মুগ্ধ হয়ে একটানা পড়ে শেষ করেছি! তিন্নি, আদনান, কমল, ছোট চাচ্চু, বড় আপা——এত্ত ভালোবাসা। বই পডুয়াদের বলছি, শিগগীর পড়ে নিন!
Read all reviews on the Boitoi app