নর্থ ক্যারোলাইনার উপকূলে একটি ছোট জেলে গ্রাম—বার্কলি কোভ। এই গ্রামের কাছেই রয়েছে একটি বিশাল উপকূলীয় বিল, যা প্রাকৃতিক জীববৈচিত্র্যে ভরপুর এবং রহস্যে ঘেরা। এই রহস্যগুলোর একটি কেন্দ্রবিন্দু হলো ‘বিলকন্যা’ কায়া। শিশুকালেই স্বজনদের দ্বারা পরিত্যক্ত কায়া বড় হয়েছে প্রকৃতির কোলে, জলাভূমির পশুপাখির মাঝে। প্রকৃতি যেমন তাকে ভালোবেসেছে, তেমনি মানুষ তাকে দিয়েছে আঘাত। গ্রামের মানুষ তাকে তাচ্ছিল্য ও সন্দেহের চোখে দেখতে অভ্যস্ত। তাই যখন গ্রামের সবচেয়ে ধনী পরিবারের বখাটে ছেলে চেজ অ্যান্ড্রুজ রহস্যজনকভাবে বিলের মাঝে মারা যায়, তখন গোটা গ্রামের সন্দেহ গিয়ে পড়ে কায়ার ওপরেই। কিন্তু কায়া কেবল একজন অশিক্ষিত, ভবঘুরে বিলবাসী নয়। প্রকৃতির কাছ থেকে শিক্ষা নিয়ে সে নিজেকে গড়ে তুলেছে একজন অনন্য প্রকৃতিবিজ্ঞানী হিসেবে। সবাই একে একে তাকে ত্যাগ করলেও, কায়া কখনও দমে যায়নি বা হাল ছাড়েনি। গল্পটি আমাদের শেষ পর্যন্ত কায়াকে দেখায় এক ভিন্ন আলোয়—যেখানে প্রাকৃতিক বুনো জগত আর আধুনিক মানুষের সভ্যতা মুখোমুখি হয়েছে। রহস্য, বন্যতা, সভ্যতা, নিঃসঙ্গতা, বেঁচে থাকার সংগ্রাম ও সঙ্গীর খোঁজ—সবকিছুই উঠে এসেছে ডেলিয়া ওয়েনসের এই অসাধারণ বইটিতে।