প্রণয়বেলা, মাধুর্যের এক নিঃশ্বাস, যেখানে চাঁদের আলো মিশে যায় অন্ধকারে। হৃদয়ের গভীরে এক কাব্য লেখা হয়, যার প্রচ্ছদে অনুরাগের কথন শুরু হয়! অবশেষে, এক অবেলায় সন্ধি হলো তাদের; সেই অবেলার নাম রেখেছে প্রেমানুরাগের। প্রণয়বেলায় হৃদয় এক স্নিগ্ধ রঙে রাঙে; সেই রঙেতে রাঙাবো তোমায় - অবেলার প্রেমানুরাগে!”
দারুণ
Read all reviews on the Boitoi app
দারুণ।।