ইসরায়েলের তেল আভিভ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন ও অধ্যাপনার পরও কেন প্রফেসর শ্লোমো স্যান্ড তার ইহুদি পরিচয় পরিত্যাগ করতে চাইলেন? কোন প্রশ্নটি তার সত্তাকে গভীরভাবে নাড়িয়ে দিল এবং তাকে আপন পরিচয়ের সন্ধানে অনবরত তাড়িত করল? দীর্ঘ গবেষণা ও অনুসন্ধানের ফলে কী এমন তথ্য ও প্রমাণ তিনি আবিষ্কার করলেন, যা তাকে চূড়ান্তভাবে ইহুদি পরিচয় বর্জনে বাধ্য করল? প্রফেসর শ্লোমো স্যান্ডের এই রোমাঞ্চকর বুদ্ধিবৃত্তিক জার্নির সহযাত্রী হতে চাইলে পড়তে হবে তার বহুল আলোচিত গ্রন্থ How I Stopped Being a Jew–এর বাংলা অনুবাদ ‘কেন আমি ইহুদি নই’।