হলুদ নদী সবুজ বন মানিক বন্দ্যোপাধ্যায় এর শেষ বয়সের রচনা। বইটি তার মারা যাওয়ার বছরেই প্রকাশ হয়। উপন্যাস টি বাংলাদেশ এর সুন্দরবন এলাকার উপর ভিত্তি করে রচনা করা। মুলত সমাজের ধনী ও গরিব শ্রেণির মাঝে যে ব্যবধান তার উপর আলোকপাত করা।
বইটি এক কথায় অসাধারণ। সত্যিই সেকালের লেখকেরা খুব ভালো লেখতেন
Read all reviews on the Boitoi app
খুব সুন্দর একটি উপন্যাস। প্রকৃতির সৌন্দর্য্যের সাথে সাথে মানুষের মাঝের মানবতা আর কুটিলতা - দুটোই খুব সহজ আর চমৎকারভাবে ফুটিয়ে তোলা এই গল্পটিতে।
অনেক ধন্যবাদ ❤️❤️
আপনার কাছে একটা কথা বলা হয়েছে এবং তার ওটটর কয়
বইটি অসাধারণ
Boita valo khub
বইটইয়ে পড়া আমার প্রথম বই। মানিক বন্দ্যোপাধ্যায় পড়তে যে অবাক মুগ্ধতা কাজ করে তেমনই মুগ্ধতা নিয়ে পড়লাম হলুদ নদী সবুজ বন। ঈশ্বরের জ্বর কি কমেছিলো, সে কি বেচে ছিলো সেই যাত্রায়! জানার আগ্রহ রয়ে গেলো।
hi
দারুণ
not bod