হিজাব সার্বক্ষণিক একটি ফরয ইবাদাত, যা একজন নারীকে খুব সতর্কতার সাথে মেনে চলতে হয়। একজন নারীর জান্নাত লাভ করার ক্ষেত্রে হিজাবের ভূমিকা অনেক বড়। যদি সে হিজাবের পাশাপাশি অন্যান্য ভালো আমল অব্যাহত রাখে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। আর যদি সে হিজাব পালন না করে, তাহলে এর মাধ্যমে সে তার বাবা ও স্বামীকে দাইয়্যুস বানায়। ফলে সেই নারী নিজেকে এবং তাদের সবাইকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এখন প্রশ্ন আসে, হিজাব কী? হিজাবের পরিধি কতটুকু? মুখ ঢাকা কি হিজাবের অন্তর্ভুক্ত? শাড়ি পরলেও কি হিজাব পালন হবে? হিজাব ও জিলবাবের মধ্যে কী পার্থক্য? এ রকম সমসাময়িক বহুল আলোচিত প্রশ্নসমূহ এবং পর্দার বিধান নিয়ে শাইখ আবদুল আযীয তারীফী রচনা করেছেন ‘আল-হিজাব ফিশ-শারঈ ওয়াল ফিতরাহ’ নামক অমূল্য গ্রন্থ। বাংলাভাষী পাঠকদের জন্য হিজাবের গাইডলাইন হিসেবে গুরুত্বপূর্ণ বইটির অনুবাদ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আশা করছি প্রতিটি মুসলিম বোন এ বইটি থেকে দারুণ উপকৃত হবে। সত্যায়ন প্রকাশনের সঙ্গে যুক্ত সকলের জন্য দোয়া ও শুভকামনা...