"আমার জন্য ওনার গায়ে কলঙ্কের দাগ লেগেছে, তাই তো? আমি এই কলঙ্কের দায়ভার নিতে চাই।" সবাই ভ্রু কুঁচকে তাকালো। অয়ন্তি বিস্মিত চোখে চেয়ে আছে জাহিনের দিকে। এই মানুষটা আসলে কী করতে চাইছে? জাহিন অসুস্থ অয়ন্তির দিকে ফিরে, চোখে চোখ রেখে সরাসরি বলল, "আমায় বিয়ে করবেন, অয়ন্তি?" পুরো ঘরে নেমে এলো নিস্তব্ধতা। একজন আরেকজনের দিকে নিঃশব্দে তাকিয়ে রইল। অয়ন্তি অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে জাহিনের দিকে। তার চোখের পাতা পর্যন্ত যেন নড়ছে না। আনমনে বলে উঠল, "মানে?" জাহিন স্পষ্ট ভাষায় বলল, "Will you marry me, অয়ন্তি?" অয়ন্তি নিশ্চুপ। সে স্তব্ধ হয়ে তাকিয়ে আছে— কি বলা উচিত, তার শব্দভান্ডারে যেন সে তা খুঁজেই পাচ্ছে না।
Priyo lekhika,priyo duto character, oshadharon golpo ♥️♥️♥️♥️
Read all reviews on the Boitoi app
গল্প টা অনেক সুন্দর হয়েছে 🥰🥰🥰
অনেক সুন্দর একটা গল্প পড়ে শেষ করলাম। জাহিন- অয়ন্তিকে ভীষণ ভালো লাগলো। চমৎকারভাবে গল্প শেষ হয়েছে। ❤️
অসাধারণ 💜
Best best best❤️❤️❤️
অসম্ভব সুন্দর একটা বই । কিন্তু আপু এবার কিপ্টামি করেছে গোল্প লেখার সময় একদম ছোট গল্প লিখে ফেলেছে জানি না কেন। আমার ব্যাক্তিগত দিক থেকে মনে হয় গল্পটা আরো বড় করার দরকার ছিলো । যাইহোক জাহিন আর অয়ন্তী অতিপ্রিয় দুটি চরিত্র আমার কাছে । পরিশেষে অন্তিম পর্ব টা আমার কাছে খাপছাড়া লেগেছে হয়তো আরো সুন্দর করে লেখা যেত ।
Khub sundor hoyeche apu ❤️❤️❤️❤️ apnake thank you apu ato sundor golpo dayor jonno ❤️❤️❤️❤️
অসাধারণ একটা ইবই💝