দক্ষিণ ডাকোটার ক্রো ফলস এখন যেন এক বিশাল খাঁচা। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ তুষারঝড় পুরো শহরটিকে বন্দী করে ফেলেছে। রাস্তাগুলো হয়ে উঠেছে দুর্গম—না কেউ ভেতরে আসতে পারছে, না কেউ বাইরে যেতে। বাইরের পৃথিবীর সঙ্গে সব ধরনের যোগাযোগ—রেডিও, টেলিফোন, টেলিভিশন—পুরোপুরি বিচ্ছিন্ন। দৃষ্টিসীমা শূন্য, ঠাণ্ডা বাতাসে শরীর হয়ে যাচ্ছে অসাড়। তুষারে ঢেকে গেছে শহর; রাস্তাঘাটে জমে থাকা বরফ গাড়ি বা মানুষের চলাচল একপ্রকার অসম্ভব করে তুলেছে। রাত নামার সঙ্গে সঙ্গেই নেমে আসে জমাট হাওয়া, আর বরফকুচি ভরা এক বিভীষিকাময় আকাশ। সেই অন্ধকার আর তুষারঝড়ের আড়ালে হঠাৎই আবির্ভাব ঘটে একদল হিংস্র শিকারির। ওরা ছায়ার মধ্যে লুকিয়ে থাকে, হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসে খানাখন্দ থেকে। ঝড়কে আড়াল হিসেবে ব্যবহার করে ওরা ঝাঁপিয়ে পড়ে—বিপদের গন্ধও না পাওয়া নিরীহ শিকারের উপর! সকাল হওয়ার আগেই পুরো শহরটি হয়তো পরিণত হবে এক প্রমত্ত মর্গে— যদি না, বেঁচে যাওয়া এক ক্ষুদ্রদল মানুষ ওদের ভেতরে লুকিয়ে থাকা ভয়ংকর দানবদের ধ্বংস করতে পারে! কল্পনার অতীত এক আতঙ্কের আড়ালে লুকিয়ে রয়েছে তারা। তারা হল... খুনি ক্লাউনের দল!