হলোকাস্ট নিয়ে ব্যবসা ফেঁদেছে ‘কতিপয়’ ইহুদি মহাজন। ইহুদিদের যখন ঘোর দুর্দিন, তখন এরা কায়দা করে মার্কিন মুল্লুকে পাড়ি জমায়। সংখ্যায় স্বল্প হয়েও শোণিতধারায় বহমান শঠতা ও কুটিলতার আশ্রয় নিয়ে অবস্থান বেশ পাকাপোক্ত করে নেয় আমেরিকার মাটিতে। ইসরাইল বা পৃথিবীর অন্যান্য প্রান্তের ইহুদিদের নিয়ে তাদের থোড়াই কেয়ার ছিল। ঠান্ডাযুদ্ধের কালে দীর্ঘ সময়জুড়ে এই ইহুদিগোষ্ঠী ছিল ইজরাইলের ঘোর বিরোধী। কিন্তু যেই-না ১৯৬৭-এর আরব-ইসরাইল যুদ্ধে ইসরাইল নিজস্ব শক্তি আর কৌশলে বিজয় অর্জন করল, তখন আমেরিকায় বসে থাকা এই ইহুদি বণিকদলের চোখ লোভে চকচক করে উঠল। শুরু হলো এক ঘৃণিত ‘ব্যবসা’।