হজ্ব ও উমরাহ্ বিষয়ে একাধিক লেখকের বই পাঠ করে নিজের বাস্তব অভিজ্ঞতার আলোকে এই বইটি লেখার চেষ্টা করেছি। হজ্ব ও উমরাহ সম্পর্কে আল্লাহ্ তায়ালা কুরআন শরীফে কী বলেছেন - তার একটি অধ্যায়; আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ সল্লাল্লাহু য়ালাইহি ওয়া ছাল্লাম হাদীস শরীফে কী বলেছেন - তার একটি অধ্যায়; হজ্ব ও উমরাহ পালনের বিষয়ে ধারাবাহিক কার্যক্রমের একটি অধ্যায়; মসজিদে নববী তথা মদীনা মুনওয়ারাহ্ সফর সংক্রান্ত একটি অধ্যায় এবং পরিশেষে সহি-শুদ্ধভাবে নামায কীভাবে পড়তে হয়, সে বিষয়ে একটি অধ্যায় দ্বারা এই বইটি সাজানো হয়েছে।