ফাহিম, শুনছো? তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ো। দক্ষিণ পাড়ায় আগুন লেগেছে। লুনা এক ঘরে আটকে গেছে। এখনও কেউ আগুনের খবর পায়নি। সবাই যে বিবশ হয়ে ঘুমাচ্ছে। ফাহিম ধড়ফড় করে উঠে বসে। খুব অস্থির লাগছে। আবারও সেই অদ্ভুত কণ্ঠস্বর! এর আগেও এমন হয়েছে। ফাহিমের হঠাৎই খেয়াল হয় স্বপ্নে শোনা মেয়েটার কথা। দক্ষিণ পাড়ায় আগুন লেগেছে। লুনা আটকে গেছে। ফাহিম দরজা খুলে বেরিয়ে যায়। রাতের আকাশে অগ্নিরঙ একটু একটু ছড়িয়ে যাচ্ছে। ফাহিম আর্তচিৎকার করে সবাইকে ডাকতে লাগলো। আগুনের কাহিনী শেষ হবার পর সবাই যখন ধন্যি ধন্যি করছে, তখন হঠাৎই ফাহিমের বাবা জিজ্ঞেস করলো, "তুই কী করে আগুনের খবর জানলি, ফাহিম?" ফাহিম কিভাবে সবাইকে জানাবে যে এক নারী কণ্ঠস্বর তাকে সবকিছু আগে জানান দেয়? কিন্তু এই পৃথিবীতে তার কোনো অস্তিত্ব নেই।