সরল শিশু মনে হাজারো চিন্তা খেলা করে। আরেক সন্তান আসার আগ পর্যন্ত বড় সন্তান থাকে একা; বাবা-মায়ের ভালোবাসা সবকিছুই তার সম্পূর্ণ একান্ত। কিন্তু আরেকটি সন্তান হওয়ার পরে সে কি তার বাবা-মায়ের ভালোবাসা, যত্ন চুরি করে নিয়ে যায়? সেরকমই এক ছোট্ট শিশুর কাহিনী নিয়ে তৈরি হয়েছে এই গল্পটি, যে কিনা মনে করে তার ছোট বোন তার বাবা-মায়ের ভালোবাসা চুরি করেছে।