"প্রিয় তনুদা, আপনি কি জানেন, আপনি অত্যন্ত ঠোঁটকাটা, কাঠখোট্টা একজন মানুষ। আমি আপনাকে মনে মনে হুতুমপেঁচা বলে ডাকি। আপনার ভেতরে রসকষের ছিটেফোঁটাও নেই! আচ্ছা, বলুন তো, আপনার জন্মের সময় কেউ কি আপনার মুখে মধু দেয়নি? নিশ্চয়ই সেই সময় নাপিত ভুল করে আপনার মুখে ক্ষুর ছুঁইয়ে দিয়েছিল। তাই তো আপনি কথায় কথায় এমন ‘ক্যাট ক্যাট’ করেন, একেবারে বুড়ো মানুষের মতো! আপনার অতিরিক্ত ভাব-ভঙ্গি দেখলে আমার মাথায় রীতিমতো রক্ত উঠে যায়। ইচ্ছে করে ঘুষি মেরে আপনার নাকটা ফাটিয়ে দিই। ভাবলেই হাসি পায়—ফাটা নাকে আপনাকে দেখতে কেমন লাগবে, কে জানে! ছিঃ… ছিঃ! এসব কী লিখছি আমি? লিখতে বসেছিলাম প্রেমপত্র, অথচ লিখে ফেলছি আমার সমস্ত জমে থাকা ক্ষোভ! আমি আবারও এই চিঠিটা কুঁচিয়ে ছিঁড়ে ফেললাম। না... আমার দ্বারা কাব্যিক ভাষায় প্রেমপত্র লেখা সম্ভব নয়। তাই একটা খাতায় মনের এলোমেলো কথাগুলো একটু গুছিয়ে লেখার চেষ্টা করলাম। তনুদা, কবে, কখন, কীভাবে—জানি না। শুধু জানি, আমি আপনাকে ভালোবাসি। খুব ভালোবাসি। আপনি যখন রাগ রাগ করে কথা বলেন, আমি তখন আবারও নতুন করে প্রেমে পড়ি আপনার। ইতি, মিষ্টি…"
""
খুব ভালো গল্প...
Read all reviews on the Boitoi app
খুবই সুন্দর 🤗😘
Onek sundor akta uponnas... Amar khub khub... Valo legeche...👌👌🥰
মিষ্টি কে মাঝে মাঝে বলদ মনে হয়েছে😐 ওরে এমন বলদ, গাধা না দেখালেই হতো। ওভারল গল্প সুন্দর।
দারুণ একটা গল্প। খুব ভালো লেগেছে❤️❤️❤️
মিষ্টি আর ওর তনুদার মিষ্টি একটা গল্প।
নিঃসন্দেহে খুব সুন্দর গল্প। তবে লেখিকা শব্দচয়নে আরো মাধুর্যতা আনলে গল্প গুলো হৃদয় ছুতে বাধ্য হবে।
Nitur mahbub vai boitir moto kahini, jar jnne boiti pora. tobe tonuda r misty, nitu r mahbub er character er theke onk valo. Tonuda misty k reject korleo mistyr bepare jothesto careful. Sesher dike onk sad hote hote happy ending kore dise. Mistyr ma faltu mohila, se naki tonu k cheler moto dekhe othocho sese kmn achoron tai korlo
Khub bhalo legechhe... Besh sundor 1ta love story...
khub shundor khubi shubdor akta golpo must read