"এই মেয়ে, তুই আমার! কী ভেবেছিস, তোকে ছেড়ে দেব? পৃথিবীর রঙ পাল্টে যাক, আকাশ যদি ছিঁড়ে নেমেও আসে, তবুও তুই আমারই। তুই আমার জীবনের স্পন্দন, আমার অস্তিত্বের প্রতিধ্বনি। তুই আমার অর্ধাঙ্গিনী, আমার ভালোবাসার চূড়ান্ত কবিতা, আমার কাব্যের চিরন্তনী প্রেয়সী। তুই যদি বলিস, ‘ছেড়ে দিন আমাকে’—আমি হেসে বলব, ‘মৃত্যু ছাড়া আর কিছুই তোকে আমার থেকে দূরে রাখতে পারবে না।’ এই পৃথিবীর কোনো শক্তি নেই, যা আমাদের ভালোবাসার বন্ধন ছিন্ন করতে পারে।" — মেজর নির্ঝর চৌধুরী
খুবি সুন্দর গল্পটা দারুণ হইছে 🥰🥰
Read all reviews on the Boitoi app
Darun
আপু আপনার গল্প লেখার ধরন খুব সুন্দর। আমার খুবই ভালো লেগেছে। আপু ইবুক থেকে শুরু করে আপনার সব গুলো গল্প ই আমার পড়া শেষ।আশা করি একদিন অনেক সফলতা অর্জন করবেন। আপু আমি আপনার চেয়ে অনেক বড় তাই বোন হিসেবে কিছু বলতে চাই। যাতে ভবিষ্যতে আপনার কাজে আসে। আসলে আপু বাস্তব জীবনটা খুব কঠিন আর বেশিরভাগ মানুষ যারা গল্প পড়ে তারা মূলত কঠিন বাস্তবতা থেকে পালিয়ে মনের শান্তি খুঁজে।তার মধ্যে আমি একজন। আপু বিনোদন মানেই হচ্ছে রোমান্টিক গল্প আর রোমান্টিক গল্প মানেই হচ্ছে রোমান্টিকতা।গল্প হল একটা কল্পনার জগত এখানে সবাই আনন্দ উপভোগ করতে চায় তাই আমার অনুরোধ যেই গল্প ই লিখুন না কেন রোমান্টিকতা ও সাথে happy ending থাকতে হবে। বাস্তব জীবনের কষ্ট দূর করতে বিনোদন জগতে ডুবে থাকা আর এখানে ও কষ্ট হলে যাবো কোথায়। আর আমার মনে হয় সবার উচিত গল্প টা শুধু মাত্র বিনোদন হিসেবে গ্রহণ করা। আর রোমান্টিক গল্প মানেই রোমান্সের ছড়াছড়ি এটা ই স্বাভাবিক।যদি ও এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত। sorry আপু অনেক কথা বলে ফেললাম কিছু মনে করবেন না প্লিজ। দোয়া করি সফলতা অর্জন করুন। ভালো থাকবেন আপু খুঁজলে সবসময় পাশে পাবেন।
Apu golpo ta onk sundor hoyece Erokom aro sundor sundor golpo dew
Golpo ta khub sundor chilo apu apnake thank you ato sundor golpo dayor jonno apu ❤️❤️