সার্কেল ট্রিলোজি একটি থ্রিলার উপন্যাস সিরিজ, যা বাংলাদেশের সামরিক ও গোয়েন্দা বাহিনীর প্রেক্ষাপটে রচিত। এই সিরিজে তিনটি বই রয়েছে—Blackgate, Circle, ও Dogma—যেগুলো একে অপরের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। প্রতিটি খণ্ডে ধাপে ধাপে বিস্তৃত হয়েছে এক আন্তর্জাতিক ষড়যন্ত্রের কাহিনি।