এক সংগ্রামী নারীর জীবনের প্রতিচ্ছবি ‘কবরী’ উপন্যাসের প্রথম পর্বে আমরা দেখেছি এক সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার গল্প—তার শৈশব, শিক্ষাজীবন, প্রেম-ভালোবাসা, আর জীবনের এক গভীর বিষাদময় অধ্যায়। সেই গল্পে পাঠক খুঁজে পেয়েছেন একজন মানবিক, দৃঢ়চেতা ও সংগ্রামী নারীর প্রতিচ্ছবি। উপন্যাসের সেই প্রথম পর্ব পাঠকের হৃদয়ে এতটা নাড়া দিয়েছে যে, অনেকেই অনুরোধ করেছেন কবরীর জীবনের অসমাপ্ত কাহিনি জানতে—জানতে চেয়েছেন কীভাবে এক নারী সমস্ত প্রতিকূলতা জয় করে হয়ে ওঠে ‘নন্দিত কবরী’। পাঠকের সে আকাঙ্ক্ষা থেকেই ‘নন্দিত কবরী’ উপন্যাসের জন্ম। এটি ‘কবরী’র দ্বিতীয় পর্ব, যেখানে তুলে ধরা হয়েছে কবরীর সাহস, লড়াই, আত্মবিশ্বাস ও মানবিক মূল্যবোধে ভরপুর এক নারীর পরিপূর্ণ রূপ। আশা করি, এই দুই পর্বের ‘কবরী’ এবং ‘নন্দিত কবরী’ উপন্যাস পাঠকদের হৃদয়ে স্থান করে নেবে এবং কবরীর গল্পে তাঁরা নিজেদের জীবনসংগ্রামের প্রতিফলন খুঁজে পাবেন।