অতীতের ইতিহাসই ভবিষ্যৎ গড়ার মাধ্যম। দুর্ভাগ্যবশত, ভারতের সঠিক ইতিহাস সহজলভ্য নয়। তবে, দেশের কোটি কোটি মানুষ সঠিক ইতিহাস জানার জন্য উদগ্রীব। ব্রিটিশরা ভারতে ব্যবসায়ীর ছদ্মবেশে এসে বাণিজ্যের তুলাদণ্ডকে রাজদণ্ডে পরিণত করে। তাদের আগমনের পর থেকে ভারতবর্ষ ত্যাগের তারিখ পর্যন্ত যে কৌশলময় রাজনৈতিক কার্যকলাপ হয়েছে, সেটিও একটি উল্লেখযোগ্য অপ্রচারিত ইতিহাস।