ভোরের আগের আঁধার সবচেয়ে কালো হয়। রব মার্টিন অ্যাম্বুলেন্সটি আপার মার্লবোরো স্ট্রিট ধরে আস্তে আস্তে ফায়ারহাউজ ৩-এর দিকে চালাচ্ছে। আজ প্রচুর অন্ধকার, তবে ভোর হতে খুব বেশি দেরি নেই। যদিও ভোর হলে তেমন কোনো পরিবর্তন হবে না; বলা যায় ভোরটাও হ্যাংওভারে থাকবে। কুয়াশা ঘন, আর সেই কুয়াশায় ভেসে বেড়াচ্ছে গ্রেট লেকের গন্ধ, তার উপর ঠান্ডা শিশির পড়তে শুরু করেছে।