কথাগুলোকে হজেস একদম মনের গহিনে লিখে রেখেছে। তার পাশের সিটে একটা সাদা কাগজের ব্যাগে রয়েছে সালা। অলিভার ম্যাডেনের বিমান যদি সময়মতো নামে, তবে তার কাছে এটা খাওয়ার জন্য প্রচুর সময় থাকবে। যদি ম্যাডেন আসে, আর কি। হলি গিবনি তাকে আশ্বস্ত করেছে যে ম্যাডেন ইতোমধ্যেই আসছে। সে এয়ারট্র্যাকার নামে একটা কম্পিউটার সাইট থেকে তার বিমানের পরিকল্পনা পেয়েছিল। তবে ম্যাডেন নেমে অন্য দিকে চলে যেতে পারে, তা অসম্ভব কিছু নয়। ও বেশ কিছু দিন ধরেই নোংরা কাজ করে আসছে। আর এই ধরনের লোকের নাক বেশ প্রশিক্ষিত।