নিজের স্বামীর সাথে নিজের বড় বোনের বিয়ের আয়োজন করছে দৃঢ়তা। বিয়ের আয়োজনে কোনো প্রকার ত্রুটি রাখতে নারাজ সে। বিয়ের সব আয়োজন সামলে হালকা হেসে, সামনে দাঁড়িয়ে থাকা জাবিরের দিকে তাকিয়ে বলল, "আমাকে ছেড়ে আমার বোনকে বিয়ে করে আপনি সুখী হবেন — সেটাই ভেবেছেন তো? এবার আমিও দেখব, আপনি কেমন সুখী হন এই বিয়েটা করে। একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি — আমার সাথে ডিভোর্স হওয়াটাই আপনার জীবনের সবচেয়ে নিকৃষ্ট ঘটনা হবে। যা আপনার জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যাবে।" কথাটা শোনামাত্রই জাবির বলল, "অন্ধকার নয়, তোমাকে ডিভোর্স দিয়ে আমার জীবনে আলো আসবে। তুমি আমার জীবনে অভিশাপ ছাড়া আর কিছু নও, দৃঢ়তা।" দৃঢ়তার চোখের কোণে জল এলো। তবুও সে নিজের চোখের জল যথাসম্ভব আড়াল করে বলল, "বেশ। এবার তো আপনি নিজের জীবনের আশীর্বাদকে বিয়ে করতে চলেছেন! দেখা যাক, সে আপনাকে কতটা সুখী করতে পারে। যদিও আমি মনে করি না... আপনি সত্যি সুখী হবেন।"