"How to Talk to Anyone" বইটিতে লেখক Leil Lowndes ৯২টি ছোট ছোট কৌশল (tips/tricks) উপস্থাপন করেছেন, যা একজন মানুষকে আত্মবিশ্বাসের সাথে, আকর্ষণীয়ভাবে ও কার্যকরভাবে অন্যের সঙ্গে কথা বলতে সাহায্য করে। এই কৌশলগুলো মূলত সামাজিক দক্ষতা, বডি ল্যাংগুয়েজ, কথোপকথন শুরুর পদ্ধতি ও সম্পর্ক গড়ার উপরে ভিত্তি করে।