এক পোড়খাওয়া পর্বতারোহীর আজন্ম সাধ পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ জয় করবে। দুই অপটু পর্বতারোহীর হঠাৎ জাগা শখ পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ জয় করবে। তাদের পর্বতারোহণের কারণগুলো ভিন্ন, কিন্তু গন্তব্য এক। লক্ষ্যে পৌঁছানোর আগে তাদের মোকাবেলা করতে হবে কনকনে ঠাণ্ডা আর বায়ুস্বল্পতা। পার হতে হবে দুর্গম চড়াই, দুস্তর খাদ, নির্লজ্জ সন্ন্যাসী আর উন্মাদ বৃদ্ধদের বাধা। তাদের বিচিত্র যাত্রায় শামিল হয়ে দেখুন কীভাবে তারা পৌঁছায় শৃঙ্গশীর্ষে।