লেখক মাজহারুল ইসলাম কাটিয়েছেন টানা নয়টি দিন কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সান্নিধ্যে, একান্তে, আবেগময় মুহূর্তে। খেয়ালি, আবেগপ্রবণ এবং অসম্ভব প্রতিভাবান হুমায়ূন আহমেদের একজন ঘনিষ্ঠ সাথী ছিলেন তিনি, যিনি জীবনের শেষ সময় পর্যন্ত কাছ থেকে দেখেছেন প্রিয় মানুষটিকে। এই গ্রন্থে নেই কোনো শোকগাথা কিংবা প্রচলিত স্মৃতিচারণ। বরং এখানে রয়েছে সেই দুর্লভ নয় দিনের বর্ণনা—যখন ইউরোপের তিনটি দেশ, জার্মানি, ফ্রান্স ও ইতালি ভ্রমণ করেছিলেন তাঁরা শুধু দু’জন। সাধারণত হুমায়ূন আহমেদ ভ্রমণে গেলে সঙ্গে থাকত দলবল, ছিল উৎসবের আমেজ। কিন্তু এই যাত্রায় ব্যতিক্রম ঘটিয়ে তিনি বেছে নিয়েছিলেন শুধুমাত্র মাজহারুল ইসলামকে সঙ্গী হিসেবে। ইউরোপের শিল্প-ঐতিহ্য ও সৌন্দর্যের মোহময় পরিবেশের মাঝেও মাজহারুলের মন পড়ে ছিল এক জায়গায়—প্রিয় লেখকের অন্তর্জগতে। এই বইয়ে আছে সেই গভীর উপলব্ধি, ব্যক্তিগত মুহূর্ত আর স্মৃতির সাক্ষ্য—যা কেবল একজন অন্তরঙ্গ সাথীর চোখেই ধরা পড়ে। হুমায়ূন আহমেদের ভক্তরা এখানে আবিষ্কার করবেন তাঁদের প্রিয় লেখকের এক ভিন্ন, আরও মানবিক রূপ।
"বইটি অভিনব। প্রিয় লেখক হুমায়ূন আহমেদ সম্পর্কে নানা জায়গায় বহুকিছু পড়েছি। তবে এ বইটি একেবারেই ভিন্ন। ব্যক্তি হুমায়ূন আহমেদ সম্পর্কে অনেককিছু জেনেছি, যা আগে জানতাম না। লেখক মাজহারুল ইসলাম বেশ সরল ও অনাড়ম্বর গদ্যে হুমায়ূন আহমেদের সাথে তার বিদেশভ্রমণের বর্ণনা দিয়েছেন। এই ভ্রমণে তারা দুজন একসঙ্গে থেকেছেন, ঘুরে বেড়িয়েছেন দর্শনীয় নানা জায়গা। মাজহারুল ইসলাম অদেখা জায়গা দেখার পাশাপাশি আবিষ্কার করার চেষ্টা করেছেন একজন কিংবদন্তি লেখকের ব্যক্তিসত্বাকে। কৌতূহলী পাঠক হিসেবে আমিও যেন তাদের দিবারাত্রির ভ্রমণসঙ্গী হয়ে উঠেছিলাম। একমুহূর্তও নিজকে আলাদা ভাবতে পারি নি। বইটি পাঠ শেষে মনে হলো, পাঠের আনন্দের পাশাপাশি অজানা হুমায়ূন আহমেদকে জানলাম অনেকাংশে।"
বইটি অনবদ্য। কিংবদন্তি লেখক হুমায়ূন আহমেদ ব্যক্তি মানুষ হিসেবে কেমন ছিলেন, সে কৌতূহল তার অজস্র ভক্ত-পাঠকদের মতো আমারও। কিন্তু জানার সুযোগ সীমিত। এই বইটি সেই ঘাটতি পূরণে বেশ কার্যকর। অনেক অজানা বিষয় জানতে পারলাম এই বইটি পড়ে। চমকে উঠলাম প্রিয় লেখককে নতুনভাবে আবিষ্কার করে। লেখক মাজহারুল ইসলামকে ধন্যবাদ এই বইয়ের জন্য।
Read all reviews on the Boitoi app
বইটি পড়ে অসম্ভব মুগ্ধ হয়েছি। হুমায়ূন আহমেদের সঙ্গে নয় রাত বইতে হুমায়ূন আহমেদ সম্বন্ধে অনেক অজানা তথ্য জানতে পারলাম। ভ্রমণের বর্ণনার সাথে ছবি থাকলে আরো ভালো লাগতো।
বইটি অভিনব। প্রিয় লেখক হুমায়ূন আহমেদ সম্পর্কে নানা জায়গায় বহুকিছু পড়েছি। তবে এ বইটি একেবারেই ভিন্ন। ব্যক্তি হুমায়ূন আহমেদ সম্পর্কে অনেককিছু জেনেছি, যা আগে জানতাম না। লেখক মাজহারুল ইসলাম বেশ সরল ও অনাড়ম্বর গদ্যে হুমায়ূন আহমেদের সাথে তার বিদেশভ্রমণের বর্ণনা দিয়েছেন। এই ভ্রমণে তারা দুজন একসঙ্গে থেকেছেন, ঘুরে বেড়িয়েছেন দর্শনীয় নানা জায়গা। মাজহারুল ইসলাম অদেখা জায়গা দেখার পাশাপাশি আবিষ্কার করার চেষ্টা করেছেন একজন কিংবদন্তি লেখকের ব্যক্তিসত্বাকে। কৌতূহলী পাঠক হিসেবে আমিও যেন তাদের দিবারাত্রির ভ্রমণসঙ্গী হয়ে উঠেছিলাম। একমুহূর্তও নিজকে আলাদা ভাবতে পারি নি। বইটি পাঠ শেষে মনে হলো, পাঠের আনন্দের পাশাপাশি অজানা হুমায়ূন আহমেদকে জানলাম অনেকাংশে।