বর্তমান মুসলিম যুবসমাজ নানামুখী আগ্রাসনের কারণে তাদের উপর অর্পিত দায়িত্ব ভুলে নিজ খেয়াল-খুশিমতো জীবন পরিচালনা করছে। অথচ সমাজের প্রধান শক্তিই হচ্ছে যুবসমাজ। যুবসমাজকে তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিতে ড. ইউসুফ আল কারযাভী এক ঐতিহাসিক ভাষণ দেন, যার লিখিত রূপ এই বই।