একটি বিজনেস প্ল্যান যেভাবে লিখবেন" বইটি যারা শক্তিশালী ও বাস্তবসম্মত ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করতে চান, তাদের জন্য। ছোট উদ্যোগ, নতুন স্টার্টআপ কিংবা বড় প্রজেক্টের জন্য। এই বইয়ে সহজ ভাষায় ব্যাখ্যা করা হয়েছে কীভাবে ধাপে ধাপে একটি বিজনেস প্ল্যান তৈরি করা যায়, যার মধ্যে রয়েছে— বাজার বিশ্লেষণ, লক্ষ্য নির্ধারণ, প্রতিযোগিতা বিশ্লেষণ, আর্থিক পরিকল্পনা এবং রিস্ক ম্যানেজমেন্ট ইত্যাদি। প্রতিটি অধ্যায়ে রয়েছে বাস্তব উদাহরণ, কার্যকর টিপস এবং এমন কিছু প্রশ্ন, যা পাঠককে নিজ নিজ পরিকল্পনার গভীরে ভাবতে সাহায্য করবে। নতুন উদ্যোক্তা থেকে শুরু করে অভিজ্ঞ ব্যবসায়ী— সবাই এই বই থেকে পেতে পারেন প্র্যাকটিক্যাল দিকনির্দেশনা এবং আত্মবিশ্বাস। আপনার স্বপ্নের ব্যবসায়িক যাত্রা শুরু হোক সঠিক পরিকল্পনার মাধ্যমে। এই বই হতে পারে আপনার সেই পরিকল্পনার প্রথম ধাপ।