দোলাবৌদি, তোমার চিঠি পেলাম এবং অশেষ ধন্যবাদ জানাই। তুমি আমাকে ভালোবাসো এবং স্নেহ করো, তাই আমি স্বপ্ন দেখি ঘর বাঁধার, সুখী হওয়ার। আমি চাই, আমার ঘরে একটি রাঙা টুকটুকে বৌ আসুক, আমাকে দেখাশোনা করুক এবং একটু ভালোবাসুক। ভাবতে বেশ মজা লাগে যে, আমার ছন্নছাড়া জীবনে যদি একটি জুনিয়র দোলা এসে দোলা দেয়, তবে মন্দ হতো না। সত্যি বলতে, বিয়ে করতে আমার সম্মতি না থাকলেও যদি কোনো মেয়ে আমাকে বিয়ে করে, তাতে আমার বিশেষ অসন্তোষ নেই; বরং আগ্রহই আছে।