আরহাম অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তার ছোট্ট বউ পাখির দিকে। ইশ কি মিষ্টি দেখতে মেয়েটা! মনের মাঝে প্রজাপতি ডানা মেলে উড়ছে। সুখ সুখ লাগছে। এই মেয়েটা তার বউ! আরহাম আউড়াল, ভোরের আলোয় শিশির কণা, ঝলমল করে ঘাসে। জীবনের গান বাজে কানে, নতুন এক আশ্বাসে। আরহাম টুপ করে একটা চুমু খেল ইরার ঠোঁটে। ইরা লজ্জায় অন্যদিকে তাকালো।
Onek sundor 🤭
Read all reviews on the Boitoi app