ইলমা চোখ রাঙিয়ে আদনানের দিকে তাকিয়ে বলল, “বউকে কী বলে ডাকতে হয় জানো না?” “কী বলে? জানি না তো।” মৃদু হেসে জবাব দেয় আদনান। ইলমা হতাশ গলায় আবার বলে, “বউকে কেউ শালী বলে?” “ভাল্লাগে।” “তোমার সঙ্গে আর কথা নেই।” “ঠিক আছে, বিবিজান।” আদনানের এমন সম্বোধনে ইলমা বিস্ময়ের সঙ্গে তাকায়। ভ্রু জোড়া কুঁচকে যায়। আদনান মৃদু হেসে এগিয়ে আসে। ইলমা একটু পিছিয়ে যায়। আদনান এগোতে এগোতে বলে, “মিস জেহেরা ইলমা ম্যালিসা শেখ—এতো বড় একটা নাম আমার মুখ দিয়ে উচ্চারণ করতে কষ্ট হয়। তাই সংক্ষেপে ডাকি।”
"" কি বলবো অসম্ভব সুন্দর হয়ছে,, শার্লিন আপুর লেখাতে বরাবরই আমি মুগ্ধ হয়,,এক কথায় অসাধারণ আপুর প্রতিটা উপন্যাস,,, গল্পের চরিত্র,,হৃদয় ছুঁয়ে যায়,, সব শেষে বলবো,আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে ধন্যবাদ লেখিকা শার্লিন হাসান,,💝😍"
" কি বলবো অসম্ভব সুন্দর হয়ছে,, শার্লিন আপুর লেখাতে বরাবরই আমি মুগ্ধ হয়,,এক কথায় অসাধারণ আপুর প্রতিটা উপন্যাস,,, গল্পের চরিত্র,,হৃদয় ছুঁয়ে যায়,, সব শেষে বলবো,আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে ধন্যবাদ লেখিকা শার্লিন হাসান,,💝😍
Read all reviews on the Boitoi app
শার্লিন আপুর লেখা আমার বরাবরই খুবই ভালো লাগে।
আসলেই গল্পটা এতো সুন্দর যে বলার বাইরে 😌 বার বার ইচ্ছে করে পড়েই যায় শুধু,,
Best best best onk beshi shundor golpo ta
এত এত সুন্দর হইছে আপু আদনান আর তার প্রেমিকনারীর তাদের এই টম জেরি খুব ভাল্লাগছে আপু এদের বাচ্চা কাচ্চা নিয়ে আবার লিখ সারপ্রাইজ🤩🤩🤩 ভালবাসা নিও
অনেক সুন্দর একটা গল্প পড়তে পড়তে কখন যে শেষ হলো বুঝতে পারিনি শেষ হওয়ার পর মনটা খারাপ হয়ে গেছে কখন শেষ হলো টেরই পেলাম না খুব সুন্দর গল্পটা
Mashallah❤️ Onek din por abar o adnan r ilma ke ek shathe porar sujok pelam Oder khunshuti onk miss korsi Onek sundor chilo 🤍