রাতের আকাশজুড়ে যেন যাদুর খেলা, রাশি রাশি চন্দ্র-তারা উজ্জ্বল আভা। অভিমান যায় টুটে, ভাঙে যত ভুল, অনুভবে ঝুমুর ঝুমুর ভৈরবী রাগ। জীবনের স্বপ্ন সিঁড়ি ভেঙে ভেঙে, কখনো দুঃখ, কখনো সুখের পতাকা ওড়ে। ঠোঁটে বৃষ্টিভেজা টুপটাপ ছোঁয়া, দিন যায়, দিন আসে, দোলাচল খেলা।