কবিতা এক অদ্ভুত আয়না; নিজের যন্ত্রণার সাথে অন্য যন্ত্রণাগুলো এখানে মিলিয়ে দেখা হয়। উল্লেখযোগ্য দিক বলতে যদিও কিছু হয় না, তবে এই বইয়ে নিজের স্মৃতিগুলোকে শিমুলতুলোর মতো ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টা করেছি। আমি জানি, এই বই আমাকে অজানা কোনো প্রাপ্তি বা সমাপ্তির সাথে পরিচয় করাবে—ততদিন অপেক্ষা করি, যেহেতু আমি শহরের বিষণ্ণতম প্রেমিক।