আমরা আজ নানাভাবে নৈতিক অবনতির সমুদ্রে হাবুডুবু খাচ্ছি। অনেকেই আমাদের অবনতির কারণ হিসেবে শিক্ষার অভাবকে দায়ী করেন, কিন্তু এটি সঠিক নয়। শিক্ষিতদের মধ্যে অনেকেই উচ্চশিক্ষা লাভ করে স্বেচ্ছাচারিতা প্রচার করছেন। কেউ কেউ বলেন, প্রকৃতিই সব; সৃষ্টিকর্তাকে আমরা মানি না, বিজ্ঞানকে মানি, কিন্তু বিজ্ঞানীদের মানি না। ধর্মগ্রন্থ আল-কোরআন শিক্ষা দেয়, না দেখে বিশ্বাস করতে, এবং এটি আমাদের মনে করিয়ে দেয় যে, অনেক কিছুই রয়েছে যা দেখা যায় না।