'নাইয়রি' — এটি গ্রামবাংলার এক নারীর জীবন সংগ্রামের গল্প, যেখানে প্রতিটি দিন বেঁচে থাকার লড়াই, আর প্রতিটি মুহূর্ত টিকে থাকার সাহস। জীবনের সুখ ও দুঃখ সবসময়ই নিজেদের আলাদা সমান্তরাল পথে চলে। কিন্তু কখনো কখনো সেই জীবনই এই দুই অনুভূতিকে একই রেখায় এনে দেয়, যেখানে দুঃখ মুছে দেয় সুখের ছাপ, আর কখনো সুখ ঢেকে দেয় দুঃখের চিহ্ন।