সাফল্যের পাঠশালা: ড. মুহাম্মদ ইউনূসের জীবনগাথা বইটিতে শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের অনুপ্রেরণাদায়ক জীবনের গল্প তুলে ধরা হয়েছে। কীভাবে একজন অর্থনীতির অধ্যাপক চরম দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে "গ্রামীণ ব্যাংক" প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্বজুড়ে মাইক্রোক্রেডিট বিপ্লব ঘটালেন— তাই এই গ্রন্থের মূল উপজীব্য। তাঁর সাহস, দূরদর্শিতা এবং সামাজিক উদ্যোগ গ্রহণের ক্ষমতা আমাদের শেখায়, সঠিক চিন্তা ও উদ্যোগের মাধ্যমে একজন মানুষ কীভাবে গোটা বিশ্বে পরিবর্তনের প্রতীক হয়ে উঠতে পারে। এই বইটি তরুণ উদ্যোক্তা, সমাজসংস্কারক, শিক্ষার্থী এবং স্বপ্নবাজ সব পাঠকের জন্য এক অনুপ্রেরণার উৎস।