"ব্যস্ততা মানুষকে ভালো রাখে, ভালো থাকে দেহমন। কাজ করতে করতে যখন একজন মানুষ অবসরে আসে, তখন সে একাকিত্ব অনুভব করে। ততদিনে একজন মানুষের সন্তানসন্ততি বড় হয়ে নিজেদের আলাদা জীবন বেছে নেয়। তখন সেই সন্তানদের বাবা-মা, বিশেষ করে মা, খুব কষ্ট পায়; নিঃসঙ্গ তাকে কুরে কুরে খায়। সারাজীবন ব্যস্ততা তাকে অবসর নিতে বাধা দেয় মানসিকভাবে। একজন মানুষের অবসর নেয়া মানেই নিজেকে অসাড় করে দেয়া। জীবনটাকে পজেটিভলি দেখার নামই 'বি পজেটিভ'।"