"নারীদের আত্মিক রোগ ও প্রতিকার" হযরত মাওলানা আশরাফ আলী থানভী (রহঃ) রচিত এক অনন্য গ্রন্থ, যা মুসলিম নারীদের আত্মিক ও চারিত্রিক সংশোধনের লক্ষ্যে লেখা হয়েছে। ইসলামি শিক্ষার আলোকে নারীদের অন্তর্দৃষ্টি, আত্মগঠনের পথ এবং নৈতিক পরিশুদ্ধির দিকনির্দেশনা এতে সংকলিত হয়েছে। এ গ্রন্থে এমন কিছু আত্মিক রোগ (যেমন অহংকার, হিংসা, অবাধ্যতা, ঈর্ষা, অলসতা, অপচয় প্রভৃতি) চিহ্নিত করা হয়েছে, যা অনেক সময় অদেখা থেকে যায়, কিন্তু গভীরভাবে জীবনকে প্রভাবিত করে। প্রতিটি রোগের সাথে রয়েছে তার ইসলামসম্মত প্রতিকার এবং সংশোধনের পন্থা। বইটিতে সুনির্দিষ্টভাবে নারীদের আত্মিক রোগসমূহ চিহ্নিত করা হয়েছে এবং এর প্রতিকারও লেখা হয়েছে। প্রতিটি মুসলিম নারীর জন্য এটি একটি জরুরি গ্রন্থ।