কুরআনে আল্লাহ তা'আলা পাহাড়ের কথা উল্লেখ করেছেন, যার ওপর কুরআন অবতীর্ণ করা হলে তা খশে পড়ত। কুরআনের এই ভার, এই মহিমা আমাদের সামনে তুলে ধরা হয়েছে—পৃথিবীর এই ধুলোমাটির জীবনে মহান সৃষ্টিকর্তার সঙ্গে উপযুক্ত সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে, দুই জীবনে কল্যাণ ও সুঘ্রাণ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে। আল্লাহ তা'আলা কুরআনকে ‘হাবলুল্লাহ’ অর্থাৎ ‘আল্লাহর রশি’ হিসেবে আমাদের নিকট পাঠিয়েছেন। এই রশিই হলো তাঁর সঙ্গে আমাদের দাসত্বপূর্ণ জীবনের সম্পর্ক গড়ে তোলার একমাত্র মাধ্যম। আমরা এই মাধ্যমকে অবলম্বন করে আল্লাহর দাসত্বে গর্বিত হতে পারি। ‘হাবলুল্লাহ’-কে আমাদের সামনে সহজ ও বোধগম্য উপায়ে উপস্থাপন করার ক্ষুদ্র একটি প্রচেষ্টা হলো—‘কুরআনিক গাইড’।